নিজস্ব প্রতিবেদক :
দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের ডেভিল হান্ট অপারেশনের আওতায় এনে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি।
রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলন কক্ষে অপারেশন ডেভিল হান্ট সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমাদের পুলিশ বাহিনীর বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের নীতিগত ও মানসিক ক্ষয়ক্ষতি হয়েছে, থানা পুড়ে গেছে, যে কারণে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ সারাদেশে সেনা মোতায়েন রয়েছে। এই পরিস্থিতিতে কাজ করতে গিয়ে আমরা যে সমস্ত পরিকল্পনা নিয়েছি, তারই একটা অপারেশন ডেভিল হান্ট।
সিনিয়র সচিব বলেন, দেশকে যারা অস্থিতিশীল করতে চাইছে তাদের আটক করাই অপারেশন ডেভিল হান্টের কাজ। এটা মূলত পুলিশের কাজ, সেনাবাহিনী তাদের সাহায্য করছে।
তবে এ সময় তিনি জানান, অপারেশন ডেভিল হান্টে আটককৃতদের সর্বশেষ তথ্য তার কাছে নেই।
সিনিয়র সচিব নাসিমুল গণি আরো বলেন, আমরা আগের সিস্টেমে কাজ করতে পারব না। মানবাধিকার এবং পরিবেশের বিষয়টি মাথায় রেখে আমরা একটি ভালো সিস্টেম গড়ে তুলতে চাই। আমরা চাই, যেন আর কোনো আয়নাঘর তৈরি না হয়। আগামীর জন্য যেন ভালো পরিবেশ রেখে যেতে পারি, আমরা সেই চেষ্টাই করছি। এর প্রেক্ষিতে আগামী ১১ ফেব্রুয়ারি বিচার ব্যবস্থার সঙ্গে জড়িত ১৫০ জনের সঙ্গে একটি দিনব্যাপী কর্মশালাও আয়োজন করা হবে।
পুলিশ বাহিনীর বর্তমান অবস্থা নিয়ে নাসিমুল গণি বলেন, পৃথিবীর যে সমস্ত দেশে বিপ্লব হয়েছে, সেসব দেশ পরাজিত শক্তিকে রাখে না। আমরা অতটা অমানবিক হতে পারি নাই। আমরা বাহিনীটিকে সংস্কার করতে চেয়েছি। পুলিশের কিছু লোক বাধ্য হয়ে তখন কাজ করেছে, কেউ পালিয়েছে। যারা পালিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
এ সময় সাবেক আইজিপি বেনজির আহমেদ পুলিশকে বর্তমান সরকারের বিরুদ্ধে সংগঠিত করার যে চেষ্টা করছেন সেদিকেও বিশেষ নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি।