শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৫ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

গাজায় যুদ্ধবিরতির আলোচনা ফলপ্রসূ হচ্ছে: ট্রাম্প

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ২:৫১ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক :

গাজায় যুদ্ধবিরতির আলোচনা ফলপ্রসূ হচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। যদিও তিনি এ নিয়ে বিস্তারিত বলেননি।

এক প্রতিবেদনে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স।

গত ১৯ জানুয়ারি গাজায় ইসরাইল ও হামাসের মধ্যকার তিন ধাপের যুদ্ধবিরতির প্রথম ধাপ কার্যকর হয়। এর আওতায় গাজায় হামাসের কাছে আটক থাকা ২৫ জিম্মি ও আটটি মরদেহ ইসরাইলকে দেওয়া হয়েছে। বিনিময়ে প্রায় ২ হাজার ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ।

দুই দিনের মধ্যে প্রথম ধাপের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে। এরইমধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে হোয়াইট হাউসে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল, দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি ফলপ্রসূ হবে কি না।

জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা দেখছি কী হয়। কেউ আসলে জানে না, তবে আমরা দেখছি কী হয়। আমাদের মধ্যে ভালোই আলোচনা চলছে। ’

এদিকে, স্টারমার দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি তার সমর্থনের কথা পুনচ্চারিত করেছেন। ট্রাম্প গাজা দখলের যে প্রস্তাব দিয়েছেন, তা নিয়ে এক সংবাদ সম্মেলনে স্টারমারকে করা প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি বিশ্বাস করি যে এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য দুই রাষ্ট্র সমাধানই একমাত্র পথ। ’

 

সর্বশেষ - জেলার খবর