জাহিদ হাসান, নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোণার খালিয়াজুরীতে শনিবার দুপুরে ইজারাকৃত ফিসারিতে মাছ ধরতে গিয়ে স্থানীয় এলাকাবাসী ও মাছ শিকারীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়। এতে ধনু নদ পাড় হতে গিয়ে ধাওয়া খেয়ে ৫ জন নদে পরে নিখোঁজ হয়।
আজ সোমবার বিকেলে ৩ ব্যক্তির মরদেহ ধনু নদ থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন, জেলার আটপাড়া উপজেলার রূপচন্দ্রপুর গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে শহিদ মিয়া (৪৮), মদন উপজেলার বাগজান গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে রুকন মিয়া (৪৫) ও কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে হৃদয় মিয়া (৩২)। সোমবার দুপুরে ধনু নদে মরদেহ ভেসে উঠলে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে।
উদ্ধারের বিষয়টি নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান নিশ্চিত করেছেন।