বৃহস্পতিবার , ২৪ এপ্রিল ২০২৫ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলেও রপ্তানি কমবে না: উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ২৪, ২০২৫ ২:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলেও রপ্তানি কমবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন। তিনি বলেছেন, সক্ষমতার জায়গাগুলোর সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে রপ্তানি খরচও কমানোর চেষ্টা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে রাজধানীতে শুরু হওয়া দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘মিট বাংলাদেশ এক্সপোজিশন’ -এর উদ্বোধনীতে এ প্রত্যাশা ব্যক্ত করেন বাণিজ্য উপদেষ্টা।

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ইসিফোরজে প্রকল্পের আয়োজনে রপ্তানি সম্ভাবনায় আন্তর্জাতিক সোর্সিং এজেন্ট ও বায়ারদের নিয়ে আইসিসিবিতে শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী।

যেখানে অংশ নিয়েছে সিঙ্গাপুর, লিবিয়া, কলম্বিয়া, আলজেরিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইন্ডিয়া, ভুটান, মালদ্বীপ এবং মালয়েশিয়াসহ ৯টিরও বেশি দেশের ২৫টির বেশি আন্তর্জাতিক সোর্সিং এজেন্ট ও ক্রেতা।

প্রদর্শনীতে রপ্তানিযোগ্য বাংলাদেশি লেদার, লেদার গুডস, ফুটওয়্যার, এমপিপিই, প্লাস্টিক এবং লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের ১২০ এর অধিক প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করছে।

প্রদর্শনী শেষে আন্তর্জাতিক সোর্সিং এজেন্ট ও ক্রেতারা বাংলাদেশি উৎপাদনকারী বিভিন্ন শিল্প কারখানা পরিদর্শন করবেন। যা, বাংলাদেশের রপ্তানি খাতকে অগ্রসর করতে এবং বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক হবে মনে করে আয়োজকরা।

সর্বশেষ - জেলার খবর