শনিবার , ৩ মে ২০২৫ | ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

চট্টগ্রামে ডাবল মার্ডার মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
মে ৩, ২০২৫ ৪:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামে এক্সেস রোড এলাকায় প্রাইভেটকারে গুলি করে দুই জনকে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যে একটি বিদেশি পিস্তলসহ দুটি ম্যাগজিন ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২ মে) দিবাগত রাতে নোয়াখালীর হাতিয়া থানার নলের চরের ভূমিহীন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মেহেদি হাসান। তিনি চট্টগ্রাম নগরীর বায়োজিদ বোস্তামী এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন খবরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি দল তাকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যে বায়েজীদ বোস্তামি থানার পশ্চিম শহীদনগর এলাকায় বাড়িতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

গত ৩০ মার্চ গভীর রাতে চকবাজার থানার এক্সেস রোডে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সারোয়ার হোসেনকে বহনকারী প্রাইভেটকারে তার প্রতিপক্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের অনুসারীরা গুলি চালালে ঘটনাস্থলে দুই জন নিহত হন। সেই মামলার প্রধান আসামি মেহেদি।

সর্বশেষ - জেলার খবর