এম এ মতিন মাসুম , কুমিল্লা থেকে :
কুমিল্লার নাঙ্গল কোটের পেড়িয়া ইউনিয়নের কাজি জোড়পুকুরিয়া গ্রামের শাখাওযকত হোসেন ছোটন(৭) নামের এক শিশুকে বলৎকারের পর হত্যার অভিযোগ উঠেছে একই বাড়ির মাহবুবুল হোসেনের ছেলে সাইফুল ইসলাম (১৬) নামের এক কিশোরের বিরুদ্ধে।
গত ১ জুন বৃহস্পতিবার সকালে ওই গ্রামের ভুইঁয়া বাড়ি সংলগ্ন মাওলানা সাইফুল্লাহ ভুইঁয়ার মৎস খামার থেকে পুলিশ শিশুটির মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় শিশু ছোটনের পিতা আনোয়ার হোসেন হানিফ বাদি হয়ে ওই মৎস খামারের পাহারাদার কিশোর সাইফুল ইসলামকে আসামি করে নাঙ্গ ল কোট থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত আসামী সাইফুলকে পুলিশ গ্রেপ্তার করে হাজতে নিয়ে যায়।
জানা যায, শিশু ছোটন বুধবার দুপুরে খেলতে গিয়ে বাড়িতে না ফেরায় পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সকল জায়গায় খুজাৎুঁজির পর না পেয়ে এলাকায় মাইকিং করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ময়না তদন্তের পর শিশু ছোটনকে পারিবারিক গোরস্থানৈ দাফন করা হয়।
ছোটনের পিতা আনোয়ার হোসেন হানিফ বলেন,বুধবার দুপুরে তার ছেলেসহ ৪ শিশু বাড়ির পাশে বাগানে বোতলের ঢাকনা দিয়ে খেলা করছিল। খেলা করা অবস্থায় প্রলোবন দেখিয়ে আসামী সাইফুল আমার ছেলেকে ডেকে নিয়ে যায়। হানিফ আরো বলেন, তার ছেলেকে বলৎকার করে সাইফুল হত্যা করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক জানান, ময়নাতদন্ত শেষে শিশুটির মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশুটির পিতার করা মামলায় অভিযুক্ত সাইফুল ইসলামকে আটক করা হয়েছে।