মঙ্গলবার , ১৩ মে ২০২৫ | ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে

প্রতিবেদক
Newsdesk
মে ১৩, ২০২৫ ১:২৪ অপরাহ্ণ

মাগুরা প্রতিনিধি :

মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আগামী ১৭ মে। আজ মঙ্গলবার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালত এ তারিখ ঘোষণা করেন।

আজ মামলার দ্বিতীয় দিনের যুক্তিতর্ক শেষ হয়। এর আগে মামলার বাদীসহ মোট ২৯ জনের স্বাক্ষ্য নেওয়া হয় এবং দুই দিন হয় এ বিষয়ে যুক্তিতর্ক।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী জানান,আদালতে আসামিদের বিপক্ষে আনা দালিলিক প্রমাণের ভিত্তিতে আগামী ১৭ মে শনিবার মামলার রায় দেওয়া হবে। তিনি বলেন, আজ সকাল ১০টার দিকে দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক শুনানি শুরু হয়ে শেষ হয় ১১টা ৩৫ মিনিটে।

মামলায় গত ১৩ এপ্রিল পুলিশ চার্জশিট দাখিল করে। পরে ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্যে দিয়ে বিচারকাজ শুরু হয়। এ মামলায় মোট ২৯ জনের স্বাক্ষ্য নেওয়া হয় আট কার্যদিবস ধরে। গত ৮ মে স্বাক্ষ্য শেষ হয়। ১২ ও ১৩ মে মামলার যুক্তিতর্ক শুনানি হয়।

মামলার অভিযোগে জানা যায়, গত ১ মার্চ মাগুরা সদরের একটি গ্রামে বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে যায় শিশু আছিয়া। ৫ মার্চ রাতে বোনের শ্বশুর হিটু শেখ ওই শিশুকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করে। পরে চিকিৎসাধীন ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ওই শিশু মারা যায়।

এ ঘটনায় নিহত শিশুর মা ৮ মার্চ বাদী হয়ে চারজনের নামে মাগুরা সদর থানায় মামলা করেন। ঘটনাটি দেশব্যাপী আলোচনার সৃষ্টি করে।

সর্বশেষ - রাজনীতি