বুধবার , ১৬ জুলাই ২০২৫ | ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার অন্তর্বর্তী সরকারের আমলেই হবে: আসিফ নজরুল

প্রতিবেদক
Newsdesk
জুলাই ১৬, ২০২৫ ৮:৩৮ অপরাহ্ণ

রংপুর প্রতিনিধি :

অন্তর্বর্তী সরকারের আমলেই শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বুধবার (১৬ জুলাই) দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, এ বিচার হতে হবে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে।

আসিফ নজরুল বলেন, শেখ হাসিনা কথায় কথায় তার বাবার মৃত্যুর কথা বলতেন, তবুও তার বাবার হত্যার বিচার করতে সাড়ে তিন বছর সময় লেগেছে। আবু সাঈদের ক্ষেত্রেও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এরকম আন্তরিকতা ও সময়ের প্রয়োজন আছে।

বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপাচার্য ড. শওকত আলী। প্রধান অতিথি ছিলেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন। এছাড়া বক্তব্য দেন পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজ, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, ইউজিসি সদস্য ড. তানজীমউদ্দীন খানসহ আরো অনেকে।

এর আগে, সকাল সাড়ে ৭টায় আবু সাঈদের গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া বাবনপুর গ্রামে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, উপাচার্য ড. শওকত আলী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

উপাচার্য শওকত আলী বলেন, বিশ্ববিদ্যালয় আবু সাঈদের আত্মত্যাগ কোনোদিন ভুলবে না। তার স্মৃতি ধরে রাখতে প্রশাসন নানা উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে এই ঘটনার বিচার দ্রুত সম্পন্ন করতে কাজ করে যাচ্ছে।

সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোক র‍্যালি, এরপর সাড়ে ১০টায় আবু সাঈদ তোরণ ও মিউজিয়ামের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়। তার নিহত হওয়ার স্থানে ‘আবু সাঈদ চত্বর’ ঘোষণা করে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ শুরু হয়। দিনব্যাপী কর্মসূচিতে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিল।

একই দিনে বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের আয়োজনে রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে স্মরণসভা অনুষ্ঠিত হয়। বক্তৃতা দেন দলের কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়ক কমরেড মাসুদ রানা ও জেলা আহ্বায়ক আনোয়ার হোসেন বাবলু।

এছাড়া বিকালে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জেলা গণসংহতির উদ্যোগে আরো একটি আলোচনা সভা হয়। সেখানে বক্তব্য দেন গণসংহতির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবুল হাসান রুবেল, নারী নেত্রী তছলিমা আখতার, শ্রমিক নেতা বাচ্চু ভূঁইয়া, ছাত্রনেতা দীপক রায়সহ আরো অনেকে।

উল্লেখ্য, গত বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। তার স্মৃতিতে সরকার ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

দুর্বল শাসনব্যবস্থা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে : আবদুল আউয়াল মিন্টু

সংস্কারের জন্য নির্বাচন আটকে রাখা অযৌক্তিক: রিজভী

ভেঙে পড়ল যুক্তরাষ্ট্রের বাল্টিমোর আইকনিক সেতু

এবারের নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে: ওবায়দুল কাদের

নতুন করে বাংলাদেশে আশ্রয় নিল বিজিপি সদস্যসহ ১১৬ জন

জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার বাতিলের সিদ্ধান্ত রহিত

টেকনাফে এসেছে মিয়ানমারের প্রতিনিধিদল, চলছে পতাকা বৈঠক

টেকনাফে এসেছে মিয়ানমারের প্রতিনিধিদল, চলছে পতাকা বৈঠক

১১ দিনে ভারতীয় বিভিন্ন এয়ারলাইন্সের ২৫০ ফ্লাইটে বোমা হামলার হুমকি

এনএসআইয়ের সাবেক ডিজির ৪ দেশে অর্থপাচার ও সম্পদের পাহাড়, অনুসন্ধানে দুদক

ঘুষ নেওয়ার অভিযোগে ওসিসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার