শনিবার , ২৬ জুলাই ২০২৫ | ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

রেসে নেমে দুর্ঘটনার কবলে অভিক আনোয়ার

প্রতিবেদক
Newsdesk
জুলাই ২৬, ২০২৫ ৮:০৪ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশের মোটরস্পোর্টসের পথপ্রদর্শক অভিক আনোয়ার কার রেসিংয়ে নেমে গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৬ জুলাই) মালয়েশিয়ার সেপাং ইন্টারন্যাশনাল সার্কিটে রেস-১ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিক আনোয়ারের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ৩৯ বছর বয়সী এই রেসার বাংলাদেশকে বিশ্ব মোটরস্পোর্টস মানচিত্রে ভিন্নভাবে তুলে ধরেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার টিম এক পোস্টে জানায়, ‘অভিকের গাড়ি রেস-১ চলাকালে সেপাং সার্কিটে একটি মারাত্মক দুর্ঘটনায় পড়ে। তিনি বর্তমানে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন।’

দুর্ঘটনার দিন সকালে অভিক নিজেই এক আশাবাদী পোস্ট দিয়েছিলেন, ‘গতকালের কোয়ালিফাইংয়ে আমি পি৪ (চতুর্থ) অবস্থান নিশ্চিত করেছি। টার্ন ৫ ও ৬-এ হঠাৎ গাড়ি স্লিপ করে, কিন্তু ইনশাআল্লাহ আজ বাংলাদেশের জন্য পডিয়ামের জন্য লড়ব!’

বিদেশের মাটিতে রেস জয়ী প্রথম বাংলাদেশি হিসেবে কয়েকবছর আগেই পরিচিতি অর্জন করেন অভিক আনোয়ার। ব্যয়বহুল এই খেলা এখনও বাংলাদেশে জনপ্রিয় হয়ে না উঠেলও তিনি পিছু হটেননি। কানাডায় পড়াশুনাকালীন নিজেকে প্রস্তুত করেছেন এই খেলার জন্য।

৩৯ বছর বয়সী এই কার রেসার গত বছর ডিসেম্বরে বিশ্বের সবচেয়ে পুরোনো ‘ট্যুরিং কার’ রেসে প্রথমবারের মতো অংশ নিয়েই বাজিমাত করেন। দুবাইয়ের অটোড্রোমে দুই রেইসে অংশ নিয়ে দুটোতেই পেয়েছিলেন পোডিয়াম ফিনিশ। পেশাদার রেসার হিসেবে অংশ নিয়েছেন ১৩০টির বেশি রেইসে। দেশের বাইরে অনেকবারই গর্বের সঙ্গে উচিয়ে ধরেছেন লাল সবুজের পতাকা। বাংলাদেশের একমাত্র রেসার হিসেবে ফর্মুলা ওয়ানে অংশ নেওয়ার কীর্তিও তার।

সর্বশেষ - রাজনীতি