আন্তর্জাতিক ডেস্ক :
সৌদি আরবের একদিন আটজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।তাদের সবার বিরুদ্ধে মাদক সংক্রান্ত অভিযোগ ছিল। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাতে এই তথ্য জানিয়েছে নিউ স্ট্রেইট টাইমস।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়াদের মধ্যে চারজন সোমলি ও তিনজন ইথিওপিয়ান নাগরিকও আছে। তারা মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল। আর মাকে হত্যার অভিযোগ একজন সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
২০২৫ সালে সৌদি আরবে এখন পর্যন্ত ২৩০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের মধ্যে ১৫৪ জনের বিরুদ্ধে মাদক সংক্রান্ত অভিযোগ ছিল। গত বছর মোট ৩৩৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল দেশটির সরকরা।
২০২৩ সালে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সৌদি সরকার। তখনই বেশিরভাগ গ্রেপ্তার হয়, এখন তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে। মাদক সংক্রান্ত অপরাধে ২০২২ সালে ১৯ জন,২০২৩ সালে দুইজন ও ২০২৪ সালে ১১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।