নিজস্ব প্রতিবেদক :
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ তরুণদের ওপর নির্ভর করছে। আজকে আমার খুশির দিন, যে ছাত্রদল একসময় আমরা করেছি, সে ছাত্রদল কতটা ঐক্যবদ্ধ, আজকের সমাবেশের মধ্য দিয়ে প্রমাণ করেছে।
রোববার (৩ আগস্ট) জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের সমাবেশে তিনি এসব কথা বলেন।
ছাত্র সমাবেশে ভার্চুয়ালি যুক্ত আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঞ্চে উপস্থিত আছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা।
শামসুজ্জামান দুদু বলেন, কেউ কেউ বলছেন, আড়ালে আবডালে ষড়যন্ত্র হচ্ছে। আজকের ছাত্রদলের সমাবেশ প্রমাণ করেছে, গণতন্ত্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, তাদের রেহাই দেওয়া হবে না।
তিনি বলেন, ছাত্রদল এরশাদকে বিদায় করেছিল। যারা জুলাই এনে দিয়েছে, তাদের প্রতি আমার শ্রদ্ধা। যারা শহিদ ও আহত হয়েছে, তারা প্রমাণ করেছে বাংলাদেশ গণতন্ত্রে ফিরতে চায়। তারেক রহমান ও ড. ইউনূসের যে বৈঠক হয়েছে, সে বৈঠক অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। নির্বাচন হলে বিএনপি সরকারে যাবে।