মঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫ | ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ঢাকায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২৬, ২০২৫ ৬:৫২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের চার দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে বৈঠক শুরু হয়।

সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ২১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশ নিয়েছে। এ দলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও প্রধান উপদেষ্টার কার্যালয়, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, নৌপরিবহন, সড়ক বিভাগ, ভূমি জরিপ অধিদপ্তর, যৌথ নদী কমিশন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা রয়েছেন।

অন্যদিকে, বিএসএফ মহাপরিচালক দালজিৎ সিং চৌধুরীর নেতৃত্বে ১১ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল যোগ দিয়েছে। এ দলে বিএসএফের কর্মকর্তাদের পাশাপাশি ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকায় ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিরা আছেন।

বিজিবি জানায়, এবারের বৈঠকে সীমান্ত হত্যা, পুশ ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, মাদক ও অস্ত্র চোরাচালান দমন, সীমান্তবর্তী এলাকায় অবকাঠামো নির্মাণ রোধ, সীমান্ত নদীর পানি ভাগাভাগি ও তীর রক্ষা, যৌথ সীমান্ত ব্যবস্থাপনা এবং সাম্প্রতিক ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী প্রচারণা নিয়ে আলোচনা হবে।

সম্মেলন আগামী ২৮ আগস্ট সমাপ্ত হবে। এরপর ভারতীয় প্রতিনিধি দল দেশে ফিরে যাবে।

সর্বশেষ - রাজনীতি