সোমবার , ৬ অক্টোবর ২০২৫ | ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের পুরাতন লোহা বিক্রির নামে দেড় কোটি টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ৬, ২০২৫ ৭:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের অব্যবহৃত ও পুরাতন লোহা বিক্রির নামে প্রতারণা করে দেড় কোটি টাকা আত্মসাতের ঘটনায় অভিযুক্ত এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সেলিম শেখ।

রবিবার বিকেলে খুলনা জেলার ডুমুরিয়া থানার বালিয়াখালী এলাকা থেকে সিআইডি ঢাকা মেট্রো পূর্ব বিভাগের একটি বিশেষ দল তাকে গ্রেপ্তার করে। সোমবার (৬ অক্টোবর) বিকেলে সিআইডি বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন।

সিআইডি জানায়, প্রতারক চক্রটি ‘POWER MAX LTD’ নামের একটি কাল্পনিক প্রতিষ্ঠানের মাধ্যমে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের পুরাতন লোহা বিক্রির প্রলোভন দেখিয়ে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা হাতিয়ে নেয়। তারা ভুয়া অফিস সাজিয়ে, জাল ওয়ার্ক অর্ডার তৈরি করে এবং সরকারি সংস্থার সঙ্গে সম্পর্কিত বলে পরিচয় দিয়ে এই প্রতারণা চালায়।

এই ঘটনায় ঢাকার শ্যামপুর থানায় একটি মামলা করা হয়। পরে মামলার তদন্তভার সিআইডির কাছে হস্তান্তর করা হয়।

সিআইডি জানায়, ইতোপূর্বে এই মামলায় ৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি হুমায়ুন কবীরের ১৬৪ ধারায় জবানবন্দিতে সেলিম শেখের নাম উঠে আসে। এরপর থেকেই সে পলাতক ছিল। দীর্ঘদিন ধরে বিভিন্ন নামে মোবাইল সিম ব্যবহার করে গা-ঢাকা দিয়ে চললেও সিআইডির ধারাবাহিক গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তি সহায়তায় শেষ পর্যন্ত তাকে শনাক্ত করা সম্ভব হয়।

গ্রেপ্তারের পর সেলিম শেখকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে বলে সিআইডি জানিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - রাজনীতি