বুধবার , ৮ অক্টোবর ২০২৫ | ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

চট্টগ্রামে বাসচাপায় হেফাজত নেতার মৃত্যু, সড়ক অবরোধ

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ৮, ২০২৫ ৩:১৪ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রতিনিধি :

হাটহাজারী-রাউজান সড়কে বাসচাপায় নিহত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা সুহেল চৌধুরী। এই ঘটনার প্রতিবাদে বুধবার (৮ অক্টোবর) সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি এবং চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

হেফাজতে ইসলামের নেতারা চট্টগ্রাম উত্তর জেলায় সকাল-সন্ধ্যা এই অবরোধ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন।

গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে হাটহাজারীতে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে বাস চাপায় গুরুতর আহত হন মাওলানা সুহেল চৌধুরী। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকেই আজ বুধবার সড়ক অবরোধের ডাক দেন হেফাজত নেতারা।

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক মুফতি কামরুল ইসলাম বলেন, ‍“আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাই আজ সকাল থেকে চট্টগ্রাম-খাগড়াছড়ি ও চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে অবরোধ করা হয়েছে।”

মুফতি কামরুল ইসলাম বলেন, “স্বৈরাচার আওয়ামী লীগের সময় দুইবার গুম করা হয়েছিল মাওলানা সুহেল চৌধুরীকে। মঙ্গলবার রাতে মোটরসাইকেলে আসার সময় পেছন দিক থেকে সুপরিকল্পিতভাবে বাসচাপা দিয়ে তাকে হত্যা করা হয়েছে।”

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নাছির মুনির বলেন, “মাওলানা সুহেল চৌধুরীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে আমরা অবরোধ কর্মসূচি পালন করছি।”

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, “হেফাজত নেতাকর্মীরা সড়ক অবরোধ করেছেন। আমরা তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।”

সর্বশেষ - রাজনীতি