জাহিদ হাসান, নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার কেন্দুয়া ধানক্ষেত থেকে এক যুবকের লাশ উদ্ধারে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। নেত্রকোনায় কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের হাসুয়ারী এলাকায় ধানক্ষেত থেকে মারুফ হাসান (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছেন কেন্দুয়া থানা পুলিশ। মারুফ উপজেলার আশুজিয়া ইউনিয়নের হাসুয়ারী গ্রামের হাদিস মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৮ অক্টোবর রাত আনুমানিক পৌনে ২টার দিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা সাইডুলী নদী থেকে মাছ ধরে ফেরার পথে হাসুয়ারী হতে সাইডুলী নদীর ঘাটে যাওয়ার কাঁচা রাস্তার পাশে আবুল হাসেমের ধানক্ষেতের ড্রেইনে একজনকে পড়ে থাকতে দেখেন। পরে তারা স্থানীয় ইউপি সদস্য সোহেল মিয়াকে বিষয়টি অবগত করলে ইউপি সদস্য সোহেলের খবরে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মিহির রঞ্জন দেবসহ একদল পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং মরদেহ সনাক্তকরণ ও সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
পরে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।
পারিবারিক সূত্রে জানা যায়, মারুফ হাসান ১৮ অক্টোবর রাত ৮টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফিরে আসেননি।
এ ব্যাপারে পুলিশি কার্যক্রম প্রক্রিয়াধীন ।

















