শনিবার , ৮ নভেম্বর ২০২৫ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

কক্সবাজার ডিবি পুলিশের অভিযান : ১৫ হাজার ইয়াবাসহ আটক ২

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ৮, ২০২৫ ১১:৫৩ অপরাহ্ণ

 কক্সবাজার প্রতিনিধি  :

কক্সবাজারের চকরিয়া খুটাখালীর গর্জনতলি নতুন মসজিদের পাশে অটো এলপিজি স্টেশনের সামনে রাস্তার উপর কাভার্ডভ্যান তল্লাশি করে ১৫ হাজার ইয়াবা ও দুই পাচারকারীকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।

আটকরা হলেন, ময়মনসিংহের ফুলতলার আইয়ুব আলীর ছেলে মেহেদী (৪০), চাঁপাইনবাবগঞ্জের সৈয়দুজ্জামানের ছেলে আব্দুল খালেক (৩৫)।

কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ জানায়, শুক্রবার ( ৭ নভেম্বর) রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুটাখালীর গর্জনতলি নতুন মসজিদের পাশে অটো এলপিজি স্টেশনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলা গোয়েন্দা পুলিশ রাস্তার উপর একটি কাভারভ্যান (যার নং ঢাকা মেট্টো-ট -১২-৬৩১৭)

তল্লাশি চালিয়ে মাদক পাচারকারীরা সুকৌশলে লুকিয়ে রাখা অবস্থায় স্কচটেপ দ্বারা মোড়ানো ১৫ পোটলা উদ্ধার করা হয়। প্রতিটি পোটলার ভেতর থেকে ধাপে ধাপে ১৫ হাজার ইয়াবা পাওয়া যায়। এর ওজন ১ হাজার ২’শ গ্রাম। স্থানীয় কয়েকজন সাক্ষীর উপস্থিতিতে ইয়াবাগুলো ও কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। এ ঘটনায় এসআই (নিঃ) মো. ইছমাইল হোসেন বাদী হয়ে চকরিয়া থানায় মেহেদী ও আব্দুল খালেকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

এবিষয়ে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইমন কান্তি চৌধুরী বলেন, ইয়াবা পাচারের সংবাদ পেয়ে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এ ঘটনায় চকরিয়া থানায় একটি মামলা করা হয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত