মঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

এবার ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ, আটক ২

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ১১, ২০২৫ ১০:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর ধানমন্ডির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থা কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সময়ে ধানমন্ডি ২৭ নাম্বার এলাকায় মিছিলের চেষ্টাকালে দুজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান।

তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যার পর ধানমন্ডি ১১/এ এলাকায় আইসিটির তদন্ত সংস্থা কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

একই সময়ে ধানমন্ডি ২৭ নাম্বার এলাকায় একটি দল মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ সেখান থেকে দুজনকে আটক করে। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এসি শাহ মোস্তফা তারিকুজ্জামান।

বিস্ফোরণের পরপরই আইসিটি তদন্ত সংস্থা কার্যালয় এবং আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

সর্বশেষ - রাজনীতি