শুক্রবার , ২১ নভেম্বর ২০২৫ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প অনুভূত

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ২১, ২০২৫ ১১:৩৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৭ মাত্রার তীব্র ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে,ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী।

শুক্রবার (২১ নভেম্বর) বেলা ১০টা ৩৮ মিনিটে এ শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।

এটি গত ৩০ বছরের মধ্যে দেশে সবচেয়ে বড় ভূমিকম্প বলে গণমাধ্যমে জানিয়েছেন ভূমিকম্প গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির।

তিনি বলেন, এক ভয়াবহ হিরোসিমা, নাগাসাকিতে ফেলা একটি বোমা যে শক্তি রিলিজ করে, শুক্রবারের ভূমিকম্প সেই মাত্রার শক্তি রিলিজ করেছে। শুক্রবারের ভূমিকম্পে এখন পর্যন্ত ৪ জন নিহতের তথ্য পাওয়া গেছে। যার মধ্যে ৩ জন ঢাকায়। আর নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে এক শিশুর মৃত্যু হয়েছে।

এছাড়াও ভূমিকম্পে শতাধিক মানুষ আহতের তথ্য পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত নির্দিষ্টসংখ্যা জানা যায়নি। এদিকে, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সর্বশেষ - রাজনীতি