মঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

প্রতিকুলতা উতরে সামনে এগোনোর প্রত্যয় সনাতনীদের ।। শক্তি দাশগুপ্তার ওপর হামলা তদন্তে নতুন মোড়

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ২, ২০২৫ ২:৪৬ অপরাহ্ণ

# সনাতনীদের সাহস দিলো নিউ ইয়র্ক পুলিশ

নিউইয়র্ক প্রতিনিধি:

ম্যানহাটনের “টাইমস স্কোয়ারের দুর্গা পূজা ২৫” অনুষ্ঠান উপলক্ষে ২৬ সেপ্টেম্বর ২০২৫-এর সংবাদ সম্মেলনে সাবেক সাধারণ সম্পাদক শক্তি দাশ গুপ্তার ওপর সংঘটিত নিন্দনীয় ঘটনার তদন্তের অংশ হিসেবে নিউইয়র্ক পুলিশ আবারও তাদের দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছে। তদন্তের ধারাবাহিকতায় পলাতক নিতাই পাল—যিনি নিউইয়র্কের রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে পরিচিত এবং বিতর্কিত ব্যক্তি হিসেবে আলোচিত—তাকেও পুলিশ গতকাল জামাইকার একটি রেস্তোরাঁ থেকে আটক করেছে।

গত অক্টোবর মাসে নিউইয়র্ক পুলিশ গত শুক্রবার (৩ অক্টোবর) রাত ১:৫৫ মিনিটে দিনেশ মজুমদার নামের এক প্রবাসী বাংলাদেশিকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি বর্তমানে এখনও তদন্তাধীন। গত ২৬ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে কমিটির সাবেক সাধারণ সম্পাদক “শক্তি দাশ গুপ্তা”র ওপর আকস্মিক হামলার অভিযোগে মামলা দায়ের হয়েছে। অভিযোগ অনুযায়ী, হামলার পর তাকে চিকিৎসা নিতে হয়।

সংবাদ সম্মেলনে পূজা কমিটির অর্থ ব্যবস্থাপনা, অনলাইন বেআইনিভাবে পাবলিক পেলেছে রেজিস্ট্রেশন ফি নিয়া সংক্রান্ত অভিযোগ, সনাতন সম্প্রদায়ের জমি দখলসংক্রান্ত বিতর্কের সঙ্গে জড়িত অভিযোগে আলোচিত জায়েদ খানকে অনুষ্ঠানে সম্পৃক্ত করার বিষয়সহ বেশ কয়েকটি প্রশ্ন “শক্তি দাশ গুপ্তা” সংবাদমাধ্যমের সামনে তুলে ধরতে চান। তাকে বাধা দিয়ে এ সময় আরো কিছু ব্যক্তিদের নিয়ে মব করে উত্তেজনার সৃষ্টি করে এবং পরে তাকে সেই সথান থেকে বের হতে বাধ্য করা হয় বলে অভিযোগকারী দাবি করেছেন।
ঘটনার পরবর্তী তদন্তে, পুলিশের খোঁজে থাকা অবস্থায় দিনেশ মজুমদারকে ৩ অক্টোবর গভীর রাতে টাইমস স্কোয়ার এলাকা থেকে আটক করা হয়। একই তদন্তের অংশ হিসেবে পলাতক নিতাই পাল নামে আরেক বিতর্কিত ব্যক্তি—যিনি নিউইয়র্কের রিয়েল এস্টেট এজেনট হিসাবে জানা যায়—তাকেও আটক করা হয়েছে জামাইয়ীকার “Smart3 Cafe” 168-45 Hillside Ave., Jamaica, NY 11432 রেসটুরেনট আনুমানিক 7:50 p.m. Nov 30, 2025।

এছাড়া, দিনেশ মজুমদারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পারে এমন মন্তব্য করার অভিযোগ, ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের সম্ভাবনা এবং পূজার অনুদান ও টিকিট বিক্রির অর্থ ব্যবহারে অনিয়মের অভিযোগ রয়েছে—যা সবই তদন্তাধীন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিউইয়র্কের দুর্গা পূজা আয়োজক কমিটির বেশ কয়েকজন সদস্য মনে করেন, এসব ঘটনার কারণে আয়োজক কমিটির সার্বিক ভাবমূর্তি এবং প্রবাসী সনাতনী সম্প্রদায়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েচছে। সেই সাথে তারা তারা ‘”শক্তি দাশ গুপ্তা”কে ধন্যবাদ জানাচছে যে, কিনা এত প্রতিকুলতার মাঝেও সনাতনীদের মাথা গর্বের ভাগিদার করছেন তার প্রতিবাদের মধ্যদিয়ে।,যাতে এমন জঘন্য ঘটনা অন্য কেই করতে সাহস না করে সে যে কোন ধর্মেরই হোক না কেন।

পুলিশ জানিয়েছে, দায়েরকৃত অভিযোগ ও প্রাপ্ত তথ্যসমূহ যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট মামলায় আরও কয়েকজন ব্যক্তি এখনও পুলিশের নজরদারিতে রয়েছেন বলে জানা গেছে।

 

 

সর্বশেষ - রাজনীতি