বুধবার , ৩ ডিসেম্বর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

খালেদা জিয়ার অসুস্থতার জন্য শেখ হাসিনা সরাসরি দায়ী: রিজভী

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ৩, ২০২৫ ৩:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত দোয়া মাহফিলে এ অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, ‘বেগম জিয়ার অসুস্থতার জন্য সরাসরি দায়ী শেখ হাসিনা। দেশ–বিদেশের চিকিৎসকরা ছুটে এসে তার চিকিৎসায় জড়িত হয়েছেন। বিশ্বনেতারাও তার সুস্থতা কামনা করছেন। সবার দোয়া বিফলে যাবে না— তিনি অবশ্যই সুস্থ হয়ে উঠবেন।’

এ বিষয়ে রুহুল কবির রিজভী আরও বলেন, ‘দলমত নির্বিশেষে এখন সবাই বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করছে। মানুষের চোখে পানি, আকাশে পানি, বাতাসে আহাজারি— কেন এই কান্না? কারণ, তিনি কোনোদিনই স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে আপোস করেননি, মানুষের অধিকারের প্রশ্নে মাথানত করেননি। এজন্যই আজ মানুষ তাঁকে সম্মান করছে।’

রিজভী বলেন, ‘মানুষের দাবির প্রতিক্রিয়ায় বেগম জিয়া তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তন করেছিলেন। সেসময় শেখ হাসিনাও তত্ত্বাবধায়কের দাবিতে আন্দোলন করেছিলেন, কিন্তু পরে ক্ষমতায় এসে সেই ব্যবস্থাই বাতিল করে দেন। জনগণকে বিশ্বাস না করায় তিনি (শেখ হাসিনা) মানুষের ঘৃণার স্রোতে ভেসে গেছেন।’

 

সর্বশেষ - রাজনীতি