নিজস্ব প্রতিবেদক :
উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার চূড়ান্ত প্রক্রিয়া শুরু হয়েছে। তাকে বহন করতে কাতার সরকারের একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মধ্যরাত অথবা শুক্রবার ভোরের দিকে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে।
বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র ও দলীয় তথানুযায়ী, শারীরিক অবস্থার কথা বিবেচনা করে সড়কপথ পরিহার করা হচ্ছে। এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়াকে একটি মেডিকেল হেলিকপ্টারে করে সরাসরি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হবে। এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছানোর কয়েক ঘণ্টার মধ্যেই তাকে নিয়ে লন্ডনের উদ্দেশে উড্ডয়ন করবে।
খালেদা জিয়ার যাত্রাকে কেন্দ্র করে বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরা ইতোমধ্যে বিমানবন্দর এলাকায় অবস্থান নিয়েছেন এবং নিরাপত্তা তল্লাশি (সুইপিং) সম্পন্ন করেছেন। এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণের পর এসএসএফের নিরাপত্তা ছাড়পত্র মিললেই খালেদা জিয়াকে হাসপাতাল থেকে বিমানবন্দরে স্থানান্তর করা হবে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, কাতার সিভিল এভিয়েশন বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গেই এয়ার অ্যাম্বুলেন্স অবতরণের অনুমতি দেওয়া হবে।
এই সফরে খালেদা জিয়ার সঙ্গে চিকিৎসক, নার্স ও পরিবারের সদস্যসহ মোট ১৪ জন লন্ডন যাচ্ছেন। তারা হলেন- খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. মোহাম্মদ আনামুল হক চৌধুরী, ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দীন তালুকদার, ডা. নুরুদ্দীন আহমদ, ডা. জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন।
আরও থাকবেন হাসান শাহরিয়ার ইকবাল, সৈয়দ শামীন মাহফুজ, মো. আব্দুল হাই মল্লিক, মো. মাসুদার রহমান, ফাতেমা বেগম ও রূপা শিকদার। — Copied from www.khoborsangjog.com © 2025

















