শনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫ | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ১৩, ২০২৫ ৮:৩৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে সরকার।

শনিবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী একথা জানান।

তিনি আরও বলেন, ‘এই হামলাকে নির্বাচন বানচালের অপচেষ্টা বলে মনে করে সরকার।’

ওসমান হাদির ওপর হামলার ঘটনা তদন্তে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে উল্লেখ করে দ্রুতই জড়িতদের গ্রেপ্তার করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই যোদ্ধাদের নিরাপত্তা জোরদারের কথাও জানান তিনি।

এদিকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে অপারেশন ডেভিলহান্টের দ্বিতীয় ধাপ অবিলম্বে শুরুর কথাও জানান তিনি। এছাড়া, নির্বাচনে যারা অংশ নেবেন তারা চাইলে, সরকার ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স দেবে সেই সাথে আগ্নেয়াস্ত্র জমা দেওয়া থাকলে তা ফেরত নেওয়ার সুযোগও দেবে সরকার।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ও তার নিরাপত্তা নিয়ে করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, তারেক রহমানের নিরাপত্তা নিয়ে শঙ্কা নাই।

শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর কালভার্ট রোড দিয়ে রিকশায় যাওয়ার সময় দুজন মোটরসাইকেলে এসে ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। গুলি লাগার পর হাদিকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখান থেকে গতকাল রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সর্বশেষ - জেলার খবর