উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি :
শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বাংলাদেশের নিরাপত্তা প্রহরীরা সদা সতর্ক থাকলে কেউ বাংলাদেশের সীমান্ত লঙ্ঘন করতে পারে না।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান পাড়া এলাকায় প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আদিলুর রহমান বলেন, ‘উখিয়া ও টেকনাফ অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমশ নিচে নেমে যাওয়া এবং লবণাক্ততার কারণে দীর্ঘদিন ধরে নিরাপদ পানির তীব্র সংকট বিরাজ করছে। এই বাস্তবতায় বৃষ্টির পানি সংরক্ষণাগার প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে একটি কার্যকর, টেকসই ও পরিবেশ বান্ধব সমাধান নিশ্চিত করা সম্ভব হবে।’
তিনি বলেন, ‘প্রকল্পটির দুই থেকে তিনটি ধাপ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। কাজের অগ্রগতি সন্তোষজনক।’
তিনি আরও বলেন, ‘সংশ্লিষ্ট দপ্তরগুলোকে মানসম্মত কাজ নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেন।’
একইদিন সকালে উপদেষ্টা আদিলুর রহমান খান উখিয়ার ৪ নম্বর বর্ধিত রোহিঙ্গা ক্যাম্পসহ কয়েকটি ক্যাম্প এলাকায় বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পও পরিদর্শন করেন।


















