নিজস্ব প্রতিবেদক :
বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব। তবে কিছু সমস্যা দূর করতে হবে। পোস্টাল ব্যালটের বিষয়টি এখনো সমাধান হয়নি। এক্ষেত্রে পক্ষপাতিত্বের আচরণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমরা মনে করি নির্বাচন কমিশন কিছু ক্ষেত্রে তাদের কার্যকলাপের মাধ্যমে প্রশ্নবিদ্ধ আচরণ করেছেন। আপনারা জানেন যে পোস্টাল ব্যালটের বিষয়টি এখনো সমাধান হয়নি। বিশেষ করে বিদেশে যারা নিবন্ধিত ভোটার তাদেরকে ব্যালট পেপার পৌঁছানোর ক্ষেত্রে পেপার যেভাবে প্রস্তুত করা হয়েছে সেক্ষেত্রে আমাদের অভিযোগ জানিয়েছি। আমরা মনে করি এই ব্যালট পেপারটি সঠিক নয়। এখানে পক্ষপাতিত্ব আচরণ করা হয়েছে।
তিনি বলেন, এছাড়া দেশে পোস্টাল ব্যালটে যেন আমাদের প্রতীক সঠিক জায়গায় দেওয়া হয় সেই প্রস্তাবনা দিয়েছি।
জামায়াত কর্মীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নম্বর এবং এনআইডি নম্বর সংগ্রহ করছেন বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, একটি বিশেষ দলের প্রার্থী আচরণ বিধি ভঙ্গ করেছেন সে বিষয়ে আলোচনা হয়েছে। বিভিন্ন এলাকা একটি বিশেষ দলের ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা মহানগর এলাকায় এসেছেন। আমরা ইসির সেসব ভোটার স্থানান্তরের তথ্য চেয়েছি।
রবিবার বিকাল পৌনে ৫টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের দপ্তরে এই বৈঠকটি শুরু হয়।
এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন প্রতিনিধিদলে ছিলেনর বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ ও নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া।


















