আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোণাসহ পাঁচ জেলায় ভার্চুয়াল সভায় যুক্ত হোন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকাল পৌনে চারটায় তিনি ভার্চুয়ালী যুক্ত হয়ে দলের মনোনীত প্রার্থী ও নেতা-কর্মীসহ ভোটারদের উদ্দেশ্য বক্তব্য দেন।
নেত্রকোণা জেলা স্টেডিয়ামে এই সভায় উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুসহ পাঁচটি আসনের নৌকার মনোনীত প্রার্থীরা। এছাড়াও জেলা আওয়ামীলীগের সভাপতি এড আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান লিটনসহ দলীয় নেতাকর্মীরা সভায় যোগ দেন।
এসময় দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতা-কর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
জাহিদ হাসান নেত্রকোনা প্রতিনিধি