শনিবার , ৩০ এপ্রিল ২০২২ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

প্রতিপক্ষের জালে হালি পূরণ করে লা লিগা শিরোপা জিতল রিয়াল

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ৩০, ২০২২ ৬:৪৪ অপরাহ্ণ
প্রতিপক্ষের জালে হালি পূরণ করে লা লিগা শিরোপা জিতল রিয়াল

চার ম্যাচ হাতে রেখেই শিরোপা উৎসবে মাতল রিয়াল মাদ্রিদ।

এ নিয়ে রেকর্ড ৩৫ বারের মতো লা লিগা চ্যাম্পিয়ন হয়েছে স্প্যানিশ জায়ান্টরা।

ম্যাচে ধারালো সব আক্রমণে গিয়েছে এস্পানিওল। কিন্তু কাঙ্ক্ষিত গোলটাই পায়নি তারা।

ম্যাচে মোট ২০ শট নেয় এস্পানিওল, যার ৬টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ১১ শটের ৫টি লক্ষ্যে রাখে রিয়াল, যার চারটিতেই গোল পেয়েছে রিয়াল।

ম্যাচের প্রথমার্ধেই জোড়া গোলে করে ২-০ ব্যবধানে রিয়ালকে এগিয়ে দেন রদ্রিগো। ৩৩ মিনিটে মার্সেলোর পাস থেকে গোল করেন রদ্রিগো। দশ মিনিট পর আরও এক গোল ব্রাজিলিয়ান উইঙ্গার।

প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।

দ্বিতীয়ার্ধে স্কোরশিটে নাম লেখান মার্কো আসেনসিও ও করিম বেনজেমা।

৫৫ মিনিটে কামাভিঙ্গার অ্যাসিস্ট থেকে গোল করেন মার্কো আসেনসিও।

৮১ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের পাসে এস্পানিওলের জালে হালি পূরণ করেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা।

এই জয়ে ৩৪ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত হয়েছে রিয়ালের। সমান ম্যাচে সেভিয়ার পয়েন্ট ৬৪, এক ম্যাচ কম খেলে বার্সেলোনার ৬৩।

সর্বশেষ - জাতীয়