শুক্রবার , ১৭ ডিসেম্বর ২০২১ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

লন্ডনে মুখোমুখি ইতালি-আর্জেন্টিনা

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ১৭, ২০২১ ৩:৫৩ পূর্বাহ্ণ
লন্ডনে মুখোমুখি ইতালি-আর্জেন্টিনা

দীর্ঘ ২৮ বছর পর আর্জেন্টিনাকে আন্তর্জাতিক শিরোপা জেতালেন লিওনেল মেসিরা। অপরদিকে টানা জয়ের রেকর্ড গড়ে উয়েফা ইউরোপ চ্যাম্পিয়নশিপ জিতেছে ইতালি।  

লাতিন আমেরিকা ও ইউরোপ চ্যাম্পিয়নদের মধ্যকার একটি ম্যাচ অনুষ্ঠিত হওয়া নিয়ে আগেই জানানো হয়েছিল। এবার জানানো হয়েছে কোন দেশে ম্যাচটি অনুষ্ঠিত হবে তার নাম।

২০২২ সালের পহেলা জুন এ দুই চ্যাম্পিয়নের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে লন্ডনে। বিষয়টি নিশ্চিত করে ইউরোপের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। তবে স্টেডিয়ামের নাম এখনও প্রকাশ করা হয়নি।   

এই বিষয়ে উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন বলেন, ‘এটা অত্যন্ত গর্বের বিষয় যে আমরা পুনরায় মর্যাদাকর এই জাতীয় দলের ট্রফি শুরু করতে যাচ্ছি।

উয়েফা এবং কনমেবলের মধ্যে সহযোগিতার অনেক পুরনো ঐতিহ্য রয়েছে। দুই মহাদেশের ক্লাব পর্যায়ের সেরা দলগুলো ১৯৬০ সাল থেকে মুখোমুখি হয়ে আসছে। যেটা ২০০৫ সাল থেকে ফিফা ক্লাব বিশ্বকাপের সঙ্গে যুক্ত হয়েছে। ’

তিনি আরো বলেন, ‘তবে মহাদেশীয় শ্রেষ্ঠত্ব কোপা আমেরিকা ও ইউরোর চ্যাম্পিয়ন দলের ক্ষেত্রে এমন কোনো সমঝোতা রক্ষা হয়নি।এক্ষেত্রে ফাইনালিসিমা হতে যাচ্ছে কনমেবল ও উয়েফার সহযোগিতার ক্ষেত্রে নতুন পদক্ষেপ। ’

সর্বশেষ - জাতীয়