আন্তর্জাতিক ডেস্ক :
ইরানে তিনটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস এবং এক সামরিক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। ১২৫ মিনিটব্যাপী চালানো এই বিমান অভিযানে অংশ নেয় ৫০টিরও বেশি যুদ্ধবিমান। ইরান আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত না করলেও পাল্টা হামলা চালিয়েছে।
ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে একযোগে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বৃহস্পতিবার দিবাগত রাতের এই অভিযানে অংশ নেয় ইসরায়েলি বিমান বাহিনীর (আইএএফ) ৫০টিরও বেশি যুদ্ধবিমান। শুক্রবার (২০ জুন) আইডিএফ এক বিবৃতিতে জানায়, ১২৫ মিনিটব্যাপী এই অভিযানে তিনটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে এবং নিহত হয়েছেন একজন সামরিক কমান্ডার।
তবে আইডিএফ নিহত কমান্ডারের নাম বা ধ্বংস হওয়া ঘাঁটিগুলোর অবস্থান প্রকাশ করেনি। সংস্থাটি জানায়, ওই কমান্ডার একটি ঘাঁটিতে অবস্থান করছিলেন এবং ‘‘ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রস্তুতি নিচ্ছিলেন’’।
এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি। তবে শুক্রবার ভোর থেকেই ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। একাধিক হামলা-পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।