রবিবার , ৩ ডিসেম্বর ২০২৩ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

ইসরায়েলের বিরুদ্ধে গর্জে উঠলেন এরদোগান

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ৩, ২০২৩ ৫:৩৩ অপরাহ্ণ


আন্তর্জাতিক ডেস্ক :

গাজা উপত্যকায় গণহত্যার কারণে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ইসরায়েলকে শাস্তি দেওয়ার জন্য সবকিছু করবে তুরস্ক। দুবাইয়ে কপ-২৮ শীর্ষ সম্মেলন থেকে ফিরে শনিবার (২ ডিসেম্বর) সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা এই গণহত্যার জন্য (ইসরায়েলকে) শাস্তি দিতে আন্তর্জাতিক অপরাধ আদালতে যথাসাধ্য চেষ্টা করবো। এটি শুধু ইসরায়েলের প্রধানমন্ত্রীর উপর নয়, নেতানিয়াহু সরকারের পাশাপাশি সেই দেশগুলির উপরও দায় বর্তাবে যারা নিঃশর্তভাবে এটিকে সমর্থন করে। আগামী দিনে তাদের নীরবতার জন্য তাদেরও মূল্য দিতে হবে।’

বিশ্ব এই উদাসীনতা ভুলবে না এবং ভুলতে দেওয়া হবে না- উল্লেখ করে তুর্কি নেতা বলেন, প্রায় তিন হাজার আইনজীবী গাজায় ইসরায়েলের গণহত্যার বিষয়ে আইসিসির কাছে আবেদন করেছেন। আমরা আশা করি, গাজার এই কসাইরা, গণহত্যার নায়করা, বিশেষ করে (ইসরায়েলের প্রধানমন্ত্রী) নেতানিয়াহু প্রয়োজনীয় শাস্তি পাবেন,’ বলেন এরদোগান।

এরদোগান বলেন, ‘ইসরাইল একটি শহর এবং এর জনগণকে সম্পূর্ণভাবে ধ্বংস করার একটি অপকৌশল বাস্তবায়ন করছে। আমি খুব স্পষ্ট ও অকপটে বলছি যে, ইসরাইল একটি সন্ত্রাসী রাষ্ট্র।’ সূত্র: তাস, আনদোলু

সর্বশেষ - জাতীয়