রবিবার , ১৪ জুলাই ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

ট্রাম্পের ফেসবুক ও ইনস্টগ্রামের নিষেধাজ্ঞা তুলে নিল মেটা

প্রতিবেদক
Newsdesk
জুলাই ১৪, ২০২৪ ৮:৪২ অপরাহ্ণ


আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী এবং দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম দুটির স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মেটা।

রয়টার্স জানিয়েছে, গতকাল (১২ জুলাই) শুক্রবার যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে মেটা জানিয়েছে, রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী হিসেবে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প আর উচ্চতর স্থগিতাদেশের শাস্তির অধীনে থাকবেন না।

মেটা জানিয়েছে, রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতে আমাদের দায়বদ্ধতার ক্ষেত্রে আমরা বিশ্বাস করি, যুক্তরাষ্ট্রের জনগণ প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মনোনীতদের বক্তব্য জানার অধিকার রাখেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীরাও অন্যান্য ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের মতো একই কমিউনিটি স্ট্যান্ডার্ডের অধীনে থাকবেন।

২০২১ সালের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন এলাকা ক্যাপিটল হিলে ভাঙচুরে উসকানি দেওয়ার অভিযোগ ট্রাম্পের অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা দিয়েছিল প্রতিষ্ঠানটি।

সর্বশেষ - জাতীয়