মঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

তাজমহলে বোমা হামলার হুমকি

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ৩, ২০২৪ ৭:৪৫ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক :

গত মঙ্গলবার আগ্রায় উত্তরপ্রদেশ রাজ্য পর্যটনের আঞ্চলিক অফিসের ই-মেইলে হুমকি দেওয়া হয় বলে জানায় উত্তরপ্রদেশ পুলিশ।

এ হুমকি পাওয়ার পর থেকে উত্তরপ্রদেশ পুলিশ তাজমহলে ব্যাপক তল্লাশি চালালেও এখন পর্যন্ত কোনো বোমা বা বিস্ফোরকের সন্ধান পায়নি।

ভারতের বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে জানায়, কোনো অজ্ঞাত পরিচয় ব্যক্তি ইমেইলের মাধ্যমে বোমা হামলা করে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে পুলিশকে।

পরে পুলিশের সদস্যরা তাজমহলের ভেতরে ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালালেও কোনো ধরনের বিস্ফোরক কিংবা বোমা উদ্ধার করতে পারেনি।

এই ঘটনা তদন্তে উত্তরপ্রদেশ সাইবার ক্রাইম বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে। সাইবার ক্রাইম বিভাগ ইতোমধ্যে হুমকিদাতার পরিচয় বের করতে তদন্ত শুরু করেছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ই-মেইলে হুমকি পাওয়ার পরপরই তাজমহলের ভেতরে ও বাইরে তল্লাশি চালানো হয়েছে। ভারতের কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনী সিআইএসএফের জওয়ানরা দীর্ঘক্ষণ ধরে এই তল্লাশি চালিয়েছেন। এছাড়া তাজমহলের আশপাশের এলাকায়ও তল্লাশি চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত সন্দেহজনক কোনো বস্তু উদ্ধার হয়নি।

সর্বশেষ - জাতীয়