আন্তর্জাতিক ডেস্ক :
নিরস্ত্র ফিলিস্তিনিদের ইসরায়েলি বাহিনী হত্যা করছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা। এ সংক্রান্ত তথ্য তাদের হাতে রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাটি।
জাতিসংঘের সহযোগী সংস্থাটির কার্যালয় থেকে বলা হয়েছে, ইসরায়েলি সৈন্যরা ১১ নিরস্ত্র ফিলিস্তিনিকে হত্যা করেছে, যা সম্ভাব্য যুদ্ধাপরাধ বলে গণ্য। খবর এএফপির।
অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় অবস্থিত মানবাধিকার সংস্থাটির কার্যালয় থেকে অভিযোগ করা হয়, চলতি সপ্তাহেই গাজার পার্শ্ববর্তী রিমালে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। বিরক্তিকর তথ্য পেয়েছে এমনটা জানিয়ে গতকাল বুধবার (২০ ডিসেম্বর) সংস্থাটি বলে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী অন্তত ১১ নিরস্ত্র ফিলিস্তিনিকে হত্যা করেছে। কিছু পুরুষকে তাদের পরিবারের বাকি সদস্যদের সামনেই হত্যা করা হয়েছে। এর মাধ্যমে ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনী দ্বারা যুদ্ধাপরাধের বিষয়টি আরও স্পষ্ট করছে।
মানবাধিকার সংস্থাটির হাতে যে প্রতিবেদন রয়েছে সেখানে বলা হয়েছে, ইসরায়েলি সৈন্যরা নারী ও শিশুদের একটি রুমে প্রবেশের নির্দেশ দেয়। না গেলে তাদেরও হত্যার হুমকি দেওয়া হয়। পরে ওই রুমে গুলি চালায় ও গ্রেনেড ছুড়ে মারে। এতে বেশ কয়েকজন গুরুত্বর আহত হন। যার মধ্যে শিশুও রয়েছে।
এ বিষয়ে বক্তব্য চেয়েও ইসরায়েলি কর্তৃপক্ষের কোনো মন্তব্য পায়নি এএফপি।
ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে নিরস্ত্র ও সাধারণ ফিলিস্তিনি নাগরিকদের হত্যার অভিযোগ নতুন নয়। মানবাধিকার সংস্থাটি কার্যালয় বলছে, ইসরায়েলি সৈন্যরা আগেও ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করেছে।