মঙ্গলবার , ৫ মার্চ ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌড়ে ট্রাম্পের প্রথম ধাক্কা

প্রতিবেদক
Newsdesk
মার্চ ৫, ২০২৪ ২:১৪ অপরাহ্ণ


আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌড়ে নিকি হ্যালির কাছে হেরে প্রথম ধাক্কা খেলেন রিপাবলিকান পার্টির সদস্য ডোনাল্ড ট্রাম্প। এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ওয়াশিংটন ডিসিতে দলের প্রাইমারি নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ছিলেন নিকি হ্যালি। আগামীকাল মঙ্গলবার সুপার টুয়েসডে’র প্রাইমারির মহালড়াইয়ে নামবেন ট্রাম্প ও হ্যালি। এদিন যুক্তরাষ্ট্রের ১৫টি অঙ্গরাজ্যে প্রাইমারি নির্বাচন হবে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। এর এক দিন আগেই আমেরিকার রাজধানী ওয়াশিংটনে জয় পেলেন হ্যালি।

এদিকে, মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনে গণতান্ত্রিক কাঠামো খুব শক্ত। সেখানে অল্প সংখ্যক নিবন্ধিত রিপাবলিকান রয়েছে। এ শহরের একটি হোটেলে রিপাবলিকান পার্টির প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেখানে হ্যালি ৬৩ শতাংশ ভোট পেয়েছেন। ২০২৪ সালের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার অভিযানে সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে এটিই হ্যালির প্রথম জয়। অন্যদিকে, নিকি হ্যালি অবশ্য তার নিজের অঙ্গরাজ্য সাউথ ক্যারোলিনায় ট্রাম্পের কাছে হেরেছেন। তবে মার্কিন ইতিহাসে তিনিই প্রথম নারী যিনি রিপাবলিকান প্রাইমারিতে জয়ী হলেন। এরপরও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে আছেন ট্রাম্প।

গত বারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ওয়াশিংটনের ৯২ শতাংশ ভোটই ছিল ডেমোক্রেটিক জো বাইডেনের পক্ষে। এ শহরে কখনোই রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জয় পায়নি।

উল্লেখ্য, চলতি বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌড়ে রিপাবলিকান পার্টি থেকে ট্রাম্প এবং ডেমোক্র্যাট পার্টি থেকে জো বাইডেন এগিয়ে আছেন।

সর্বশেষ - জাতীয়