বুধবার , ৩ জানুয়ারি ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

ভারতের আসামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১২

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ৩, ২০২৪ ৫:২৮ অপরাহ্ণ


আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের আসামে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন।

বুধবার সকালে গোলাঘাট জেলায় এ দুর্ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে।

খবরে বলা হয়, বুধবার ভোর ৫টার দিকে আসামের দেরগাঁওয়ে ট্রাকের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হলে ১২ জন নিহত ও ২৫ জন গুরুতর আহত হয়েছেন। বাসটিতে ৪৫জন যাত্রী ছিলেন।

গোলাঘাট জেলার পুলিশ সুপার রাজেন সেন এএনআইকে বলেন, বাসটি টিলিঙ্গা মন্দিরের দিকে যাচ্ছিল। গোলাঘাটের কমরবন্ধ এলাকা থেকে একদল লোক বাসটিতে করে রওনা হয়েছিল। বালিজান এলাকায় বিপরীত দিক থেকে আসা কয়লাবোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।

ঘটনাস্থল থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। পরে হাসপাতলে আরও দুজন মারা যান।

সর্বশেষ - জাতীয়