শুক্রবার , ১৩ ডিসেম্বর ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

ভারতের কেন্দ্রীয় ব্যাংক বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি!

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ১৩, ২০২৪ ৫:১৮ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক :

আবারও ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হল। একটি ইমেল বার্তা মারফত রিজার্ভ ব্যাঙ্কে বিস্ফোরণ ঘটানোর হুমকি দেওয়া হয়েছে। এবং সূত্রের দাবি, সেই হুমকি ইমেলটি লেখা হয়েছে রুশ ভাষায়!

আবারও ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া – আরবিআই) বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হল। এই নিয়ে একমাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার এই হুমকি দেওয়া হল।

ভারতের কেন্দ্রীয় ব্যাংকে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিকেলে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) অফিসিয়াল ওয়েবসাইটে পাঠানো এক ই-মেইলে এ হুমকি দেয়া হয়।

শুক্রবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, রুশ ভাষায় লেখা ই-মেলটি আরবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে পাঠানো হয়েছে।

অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা রুজু করেছে মুম্বাই পুলিশ।বিষয়টি নিয়ে এরই মধ্যে অভিযোগ জানিয়েছে আরবিআই কর্তৃপক্ষ।

স্থানীয় মাতা রমাবাই মার্গ (এমআরএ মার্গ) থানায় এই অভিযোগ দায়ের করা হয়েছে। মুম্বাই পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।এর আগে গত ১৬ নভেম্বরে আরবিআই কাস্টমার কেয়ার ডিপার্টমেন্টে বোমা হামলা হুমকি দেয়া হয়।
এদিকে ভারতের দিল্লির কয়েকটি স্কুলে ফের বোমা হামলার হুমকির খবর পাওয়া গেছে। ই-মেইলের মাধ্যমে এসব হুমকি দেয়া হয়েছে। এ নিয়ে এক সপ্তাহে দুই দফায় দিল্লির স্কুলে বোমা হামলার হুমকির ঘটনা ঘটলো।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার দিল্লির অন্তত ৬টি স্কুলে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। এর মধ্যে দিল্লি পাবলিক স্কুল, সালওয়ান স্কুল, মডার্ন স্কুল ও ক্যামব্রিজ স্কুল অন্যতম।
নিরাপত্তা বিবেচনায় শিক্ষার্থীদের আজ স্কুলে না পাঠাতে অভিভাবকদের জানায় স্কুল কর্তৃপক্ষ।

 

সর্বশেষ - জাতীয়