আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের মধ্যপ্রদেশের দিনদোরি জেলায় একটি পিকআপ ভ্যান উল্টে ১৪ জন মারা গেছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২১ জন।
গতকাল বুধবার (২৮ ফেব্রুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে দিনদোরি জেলার বাদজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
পুলিশ জানায়, একটি অনুষ্ঠানে যোগ দিয়ে একদল গ্রামবাসী পিকআপ ভ্যানে করে দেভারি গ্রামে ফেরার পথে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তা রাস্তায় উল্টে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা আহত লোকজনকে উদ্ধার করে পার্শ্ববর্তী কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। খবর পেয়ে দিনদোরি জেলার কালেক্টর ও পুলিশ সুপার ঘটনাস্থলে যান।
এ দুর্ঘটনায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি নিহতদের প্রত্যেকের পরিবার প্রতি চার লাখ রুপি করে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেন। এ ছাড়া আহতদের যথাযথ চিকিৎসা দেওয়া হবে বলেও জানান তিনি।