সোমবার , ৩ মার্চ ২০২৫ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তিতে এখনো রাজি ইউক্রেন: জেলেনস্কি

প্রতিবেদক
Newsdesk
মার্চ ৩, ২০২৫ ১২:৪০ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ নিয়ে চুক্তি করতে ইউক্রেন এখনো রাজি বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার (৩ মার্চ) বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি।

জেলেনস্কি বলেন, ‘‘খনিজ চুক্তিটি মন্ত্রীদের (উভয় দেশের) সইয়ের জন্য প্রস্তুত রয়েছে। আমরা এটি সই করতে প্রস্তুত।’’

এর আগে, গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে হোয়াইট হাউজে সংবাদ মাধ্যমের সামনেই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ইউক্রেনের প্রেসিডেন্ট।

এর জেরে জেলেনস্কিকে হোয়াইট হাউজ থেকে চলে যেতে বলা হয় এবং পূর্ব নির্ধারিত যৌথ সংবাদ সম্মেলন বাতিল করা হয়। বিতর্কিত এই ঘটনার পরে এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ‘গঠনমূলক সংলাপ’ করতে ইচ্ছুক বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।

তিনি বলেন, “আমরা চাই, আমাদের পার্টনাররা মনে রাখুক; যে এই যুদ্ধে আক্রমণকারী কে।”

 

সর্বশেষ - জেলার খবর