বৃহস্পতিবার , ৩০ জানুয়ারি ২০২৫ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

যুক্তরাষ্ট্রে বিমান-হেলিকপ্টারের সংঘর্ষ, ১৮ মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ৩০, ২০২৫ ৪:১৬ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রে একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) রাতে রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে আকাশে সংঘর্ষের পর পোটোম্যাক নদীতে বিমান ও হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। একজন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে সিবিএস নিউজের তথ্য, এ পর্যন্ত কমপক্ষে ১৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর রয়টার্স।

আমেরিকান এয়ারলাইনস নিশ্চিত করেছে যে, যাত্রীবাহী বিমানটিতে আরোহী ছিলেন ৬৪ জন; এর মধ্যে ৬০ জন যাত্রী এবং ৪ জন ক্রু। বিধ্বস্ত হেলিকপ্টারটিতে তিনজন সৈন্য ছিলেন বলে একজন মার্কিন কর্মকর্তা বলেছেন।

ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ কর্মকর্তা জানান, পানিতে তিনটি পৃথক অবস্থানে ধসে পড়েছে বিমান ও হেলিকপ্টারের ধ্বংসাবশেষ ও অন্যান্য কাঠামো। এখন পর্যন্ত জীবিত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তা।

ঘটনাস্থলে জড়ো হয়েছেন বিমানের যাত্রীদের আত্মীয়রা। তারা বলেছেন, এ ঘটনা সম্পর্কে কর্তৃপক্ষের কাছ থেকে খুব কম বা কোনো তথ্যই তারা পাচ্ছেন না, এবং তারা সংবাদ প্রতিবেদন থেকে ঘটনা সম্পর্কে শুনছেন।

সিবিএসের প্রতিবেদনে জানা যায়, বম্বার্ডিয়ার সিআরজে ৭০০ সিরিজের বিমানটি যাত্রী নিয়ে কানসাস থেকে ওয়াশিংটনে যাচ্ছিল। এফএএ ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ঘটনার তদন্ত করছে। এছাড়া ওয়াশিংটন ডিসির জরুরি সেবা দল রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টে উপস্থিত হয়েছে।

সর্বশেষ - জেলার খবর