বিনোদন ডেস্ক :
দেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ প্রার্থনা ফারদিন দীঘি। সিনেমা এবং ওয়েব কনটেন্ট নিয়ে ব্যস্ত তিনি। চলতি বছরে ‘জংলি’ সিনেমা নিয়ে ব্যস্ত ছিলেন এই নায়িকা। সিনেমাটিতে সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন দীঘি। এম রাহিম পরিচালিত সিনেমাটি ঈদে মুক্তির কথা থাকলেও শুটিং শেষ না হওয়ায় আর সম্ভব হয়নি।
দীঘি এবার জানালেন সিনেমাটির শুটিং ও ডাবিংয়ের কাজ শেষ। এখন কেবল মুক্তির জন্য অপেক্ষা। একটি সংবাদমাধ্যমে দীঘি বলেন, কয়েকটি সিকোয়েন্স ও একটি গানের শুটিং বাকি ছিল আমার। দেশ অস্থিতিশীল হওয়ার ঠিক আগের দিন আল্লাহর রহমতে গানটিরও শুটিং শেষ হয়। তার আগে ডাবিংয়েও কাজ শেষ করি। যতদূর জানি আগামী দু-এক মাসের মধ্যেই সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা প্রযোজকদের।
‘জংলি’ সিনেমাটি নিয়ে দীঘি বলেন, এই সিনেমার গল্প অসাধারণ। প্রথমবার শুনেই পছন্দ করার মতো। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকতে পেরে আমারও ভালো লাগছে।
অন্যদিকে দীঘি অভিনীত ‘থার্টিসিক্স টোয়েন্টিফোর থার্টিসিক্স’-নামে একটি ওয়েব ফিল্ম ওটিটি প্লাটফর্ম চরকি মুক্তির কথা ছিল। তবে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন ও চলমান কারফিউর কারণে সেটিরও মুক্তি পেছায় চরকি কর্তৃপক্ষ। নতুন মুক্তির তারিখ দেয়া হয়নি। দীঘি জানান, দেশের অবস্থা স্বাভাবিক হলেই ওয়েব ফিল্মটি মুক্তি পাবে বলে তার ধারণা। রিয়াজুর রহমানের পরিচালনায় এ ওয়েব ফিল্মে দীঘি অভিনয় করেছেন প্রিয়ন্তীর চরিত্রে।
ওয়েব ফিল্মটি মুক্তি কেন্দ্র করে প্রচারণাতেও ব্যস্ত ছিলেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্ট করে ভক্তদের জানান দিচ্ছেন আসন্ন কাজ নিয়ে। তবে এখন সিনেমা এবং ওয়েব ফিল্মটি মুক্তির অপেক্ষায় আছেন দীঘি।