শুক্রবার , ২৫ জুলাই ২০২৫ | ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

আগামী বছর মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’

প্রতিবেদক
Newsdesk
জুলাই ২৫, ২০২৫ ৭:৫০ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক :

পপ সঙ্গীতের ইতিহাসে অমর হয়ে থাকা মাইকেল জ্যাকসনের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত বহুল প্রতীক্ষিত বায়োপিক ‘মাইকেল’ মুক্তি পাচ্ছে আগামী বছর। ২০২৬ সালের ২৪ এপ্রিল বিশ্বের বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে বলে ঘোষণা দিয়েছেন নির্মাতারা।

ছবিটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা অ্যান্টইন ফুকুয়া, যিনি আগে ‘ট্রেনিং ডে’-এর মতো প্রশংসিত সিনেমা উপহার দিয়েছেন। চিত্রনাট্য লিখেছেন জন লোগান। বায়োপিকটিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করছেন তার ভাইপো জাফর জ্যাকসন। কঠিন এই চরিত্র ফুটিয়ে তুলতে জাফরের প্রতি নির্মাতাদের আস্থা ও প্রত্যাশা অনেক।

চলচ্চিত্রটি প্রযোজনা করছেন অস্কারজয়ী প্রযোজক গ্রাহাম কিং, যিনি ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’ চলচ্চিত্র দিয়ে বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছেন। ‘মাইকেল’ ছবির গল্পে উঠে আসবে মাইকেল জ্যাকসনের সংগীতজীবনের উত্থান-পতন, ব্যক্তিগত জীবনের দ্বিধা-দ্বন্দ্ব এবং তাঁর পপ সংগীতে বিশ্বব্যাপী প্রভাব বিস্তারের দৃষ্টান্তমূলক ইতিহাস।

প্রথমে ছবিটি ২০২৫ সালের অক্টোবর মাসে মুক্তির কথা থাকলেও, পরে সম্পাদনা ও কারিগরি উন্নয়ন কাজের জন্য মুক্তির তারিখ পিছিয়ে ২০২৬ সালের এপ্রিল নির্ধারণ করা হয়েছে। নির্মাতাদের মতে, এতে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।

প্রথমে দুই পর্বে চলচ্চিত্রটি মুক্তির পরিকল্পনা থাকলেও, শেষ পর্যন্ত একক পূর্ণাঙ্গ একটি বায়োপিক হিসেবেই মুক্তি পেতে যাচ্ছে ‘মাইকেল’। ভক্তদের কাছে এটি হতে যাচ্ছে এক আবেগঘন উপহার।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত