বিনোদন প্রতিবেদক :
বাংলা গানের দুনিয়ায় নতুন চমক হয়ে হাজির হলো ‘ময়না’। গানচিল মিউজিকের নতুন প্রজেক্ট ‘বাংলা অরিজিনালস’-এর প্রথম গান হিসেবে মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যা ৭টায় ইউটিউবে প্রকাশিত হয়েছে উরাধুরা নাচের এই গানটি। আর এতে পারফর্ম করে দর্শকদের চমকে দিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী।
সিনেমার গানের বাইরে গানটির মাধ্যমেই প্রথমবার বুবলী পারফর্ম করলেন একক কোন গান ভিডিওতে। তবে একক গান হলেও সিনেমার গানের চেয়ে কোনো অংশে কম নয়, বলা যায় ফিল্মি স্টাইলে বড় বাজেটের সেট ও বিশাল আয়োজনে নির্মিত হয়েছে জমকালো গানটি। যা প্রকাশের পর থেকেই দর্শক-শ্রোতাদের ভালো লাগতে শুরু করেছে। গানটিতে বুবলীর সঙ্গে নাচ করেছেন নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন।
গানটি গেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী কোনাল, তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন নিলয় ডি রকস্টার। কথা লিখেছেন আসিফ ইকবাল, সুর-সংগীত করেছেন কলকাতার আকাশ সেন।
বুবলী বলেন, ‘সিনেমার গানে আগেও নেচেছি, তবে শুধুমাত্র একটি মিউজিক ভিডিওতে কাজ করাটা একেবারেই নতুন অভিজ্ঞতা। গানটা এতটাই পার্টি মুডের যে শুনলেই নাচতে ইচ্ছে করে। মনে হয়েছে, এমন একটি স্টেজ পারফর্ম টাইপের গান আমারও থাকা উচিত। প্রকাশের পর গানটি নিয়ে দর্শকদের উচ্ছ্বাস আমাকে মুগ্ধ করছে।’
অন্যদিকে শরাফ আহমেদ জীবন বলেন, ‘বুবলী অসাধারণ অভিনেত্রী। তার সঙ্গে এমন একটি গানে পারফর্ম করাটা সত্যিই বিশেষ অভিজ্ঞতা। গানটিতে কাজ করে আমি দারুণ তৃপ্ত। গানে অন্য এক জীবনকে দেখতে পাচ্ছেন সবাই। ইতোমধ্যে গানটি সবার মাঝেই সাড়া ফেলতে শুরু করেছে। আমার বিশ্বাস গানটি অধিক জনপ্রিয়তা পাবে।’
গানটি যে দর্শক-শ্রোতা হৃদয়ে সাড়া ফেলবে সেটা এতে কণ্ঠ দেওয়ার সময়েই মনে হয়েছিল সংগীতশিল্পী কোনালের। সিনেমায় আসিফ ইকবালের লেখা ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’, ‘মেঘের নৌকা’ গানগুলোতেও ছিল তার কণ্ঠ। এবার নতুন গান নিয়ে কণ্ঠশিল্পী কোনাল বললেন, ‘আসিফ ভাই সাধারণত রোমান্টিক গান লেখেন, কিন্তু ‘ময়না’ একেবারে ভিন্ন ধাঁচের। দারুণ একটি নাচের গান, গাওয়ার সময়ই বোঝা গেছে—গানটা দর্শকদের নাড়া দেবে। সবে তো গানটি প্রকাশ পেল। প্রথম দিনই যে রেসপন্স এসেছে তাতে মনে হয়েছে গানটি দারুণ জনপ্রিয়তা পাবে।’
ভিডিওটির চিত্রনাট্য ও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। নৃত্য পরিচালনা করেছেন খালেদ মাহমুদ। পরিচালক অংশ বললেন, ‘এই গানে কোনো কিছু কমতি রাখিনি। সিনেমার গান না হলেও সিনেমার আয়োজনে গানটি বানিয়েছি। সেটা গানটি দেখলেই বুঝতে পারবেন। গানচিল মিউজিকের আগের গান- লোকাল বাস, বিয়াইনসাব, গার্লফ্রেন্ডের বিয়া এসব গানের ধারাবাহিকতা রয়েছে ময়নাতে। বুবলী-জীবন ও গানের সঙ্গে সম্পৃক্ত সবাই দারুণ পরিশ্রম করেছে। প্রকাশের পর দর্শকদের যেমন রেসপন্স দেখছি তাতে আমাদের কষ্ট সার্থক বলা যায়।’
গানচিলের কর্ণধার আসিফ ইকবাল জানান, ‘বাংলা গানের নিজস্ব একটি ঘরানা রয়েছে গানচিলের। সেই ঘরানাকে আধুনিক রূপে উপস্থাপন করতেই এই প্রজেক্ট। আমরা মূলত বাংলা গানকে আরও সমৃদ্ধ করতে, মৌলিক গানের সঙ্গে আরও বাড়াতে কাজ করছি। সেই উদ্যোগেই গানচিল অরিজিনালস’ এর যাত্রা। ‘ময়না’ দিয়ে আমরা নতুন এক যাত্রা শুরু করলাম। দর্শকদের ভালো লাগবে বলেই বিশ্বাস। আশা করি এই যাত্রা সবাই আমাদের সঙ্গে থাকবেন।’
ইতোমধ্যে গানটি ইউটিউবে প্রকাশের পর দর্শকদের মাঝে সাড়া ফেলেছে। কমেন্টবক্সে বুবলীর নাচ, জীবন ও কোনালের পারফরম্যান্স এবং গানচিলের এই নতুন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দর্শক-শ্রোতারা।