শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪ | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

যে কারণে মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন সোনু সুদ

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ২৭, ২০২৪ ৯:১৫ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক :

করোনাকালীন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন বলিউড অভিনেতা সোনু সুদ। সেসময় রাজনীতি না করেও যে মানুষের জন্য কাজ করা যায় তার প্রমাণ দিয়েছিলেন তিনি। এরপর থেকে অনেকেই আশা করেছিলেন, হয়তো রাজনীতির ময়দানেই অভিনেতার দেখা মিলবে। এবার এ বিষয়ে মুখ খুলেছেন অভিনেতা নিজেই।

তিনি জানান, একাধিক মহল থেকে তার কাছে রাজনীতিতে যোগদান করার লোভনীয় প্রস্তাব এসেছে। এমনকি মুখ্যমন্ত্রীর পদ ও রাজ্যসভার আসনের প্রস্তাবও পেয়েছেন সোনু। কিন্তু এই প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেলেন তিনি। এ বিষয়ে অভিনেতা বলেন, আমাকে মুখ্যমন্ত্রীর পদের প্রস্তাবও দেওয়া হয়েছিল। আমি সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় উপমুখ্যমন্ত্রী হতে বলা হয়। দেশের অন্যতম প্রভাবশালীরা চেষ্টা করেছিলেন।

তারা বলেছিলেন, তোমাকে নির্বাচনে লড়তে হবে না। শুধু রাজনীতিতে যোগ দাও আর আমার সঙ্গে থাকো। অভিনেতার কথায়, ‘অধিকাংশ মানুষই ক্ষমতা ও অর্থের লোভে রাজনীতি করে। এর কোনওটাতেই আমার আগ্রহ নেই। আমি নিজের মতো করে মানুষকে সাহায্য করছি। কাউকে আমার কোনও উত্তর দেওয়ারও নেই।

সর্বশেষ - জাতীয়