নিজস্ব প্রতিবেদক :
বাংলা সিনেমার প্রবীণ অভিনেতা, প্রযোজক ও পরিচালক মাসুদ পারভেজ সোহেল রানা। তিনি তার ফেসবুকে মামলার হুশিয়ারি দিয়েছেন অভিনেতা রুবেলের নামে মৃত্যু গুজব ছড়ানোর জন্য।
সোহেল রানা তার ফেসবুকে লিখেছেন, ‘আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় রুবেল সম্পূর্ণ সুস্থ আছে। মিথ্যা প্রচারে নাকি আইনি ব্যবস্থা নেয়া যায় যদি এমনি ধরনের আবারও বাজে কথা প্রচার করেন তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আর একটি পোস্টে সংযত হওয়ার কথা বলে তিনি লিখেছেন, ‘সংযত হও। রুবেলের মিথ্যা মৃত্যু সংবাদ প্রচার করলে এবার কঠিন ব্যবস্থা নেয়া হবে।’
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন ফেইক আইডি থেকে চিত্রনায়ক রুবেলের মৃত্যু গুজব ছাড়ানো হয়। এতে ক্ষুব্ধ হয়ে নিজের ফেসবুকে পোস্ট দিয়েছেন সোহেল রানা।
নতুন কোনো সিনেমায় অভিনয় করতে দেখা যাবে না। সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে অভিনয় থেকে অবসরের ঘোষণা দেন প্রবীণ অভিনেতা। শুধু তাই নয়, রাজনৈতিক কর্মকাণ্ডেও আর কোনো কার্যক্রম করবেন না গুণী এ অভিনেতা।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরপরই চলচ্চিত্র জগতে পা রাখেন মাসুদ পারভেজ সোহেল রানা। প্রযোজক হিসেবে প্রতিষ্ঠা করেন পারভেজ ফিল্মস। এই প্রতিষ্ঠান থেকেই দেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ওরা ১১ জন নির্মাণ করেন তিনি।
১৯৭৩ সালে অভিনেতা ও পরিচালক হিসেবে যাত্রা শুরু করেন। কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত কাল্পনিক চরিত্র মাসুদ রানা সিরিজের একটি গল্প অবলম্বনে মাসুদ রানা চলচ্চিত্রে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। আর এ সিনেমার মাধ্যমেই সোহেল রানা চরিত্রের অভিনেতা মাসুদ পারভেজ হয়ে ওঠেন পর্দার সোহেল রানা।
একই সিনেমার মাধ্যমে মাসুদ পারভেজ নামে পরিচালক হিসেবেও যাত্রা শুরু করেন। অভিনয় ক্যারিয়ারে ‘এপার ওপার’, ‘দস্যু বনহুর’, ‘জীবন নৌকা’সহ তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন কিংবদন্তি এ অভিনেতা।