মঙ্গলবার , ১২ ডিসেম্বর ২০২৩ | ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

হাসপাতালে অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ১২, ২০২৩ ৭:০২ অপরাহ্ণ


বিনোদন প্রতিবেদক :

আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। সোমবার (১১ নভেম্বর) সকালে সিঁড়ি থেকে নামার সময় পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পেলে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।

অভিনেত্রীর আহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সঙঘের সভাপতি আহসান হাবিব নাসিম।

আহসান হাবিব নাসিম সংবাদমাধ্যমকে জানান, মঙ্গলবার সকালেই ঊর্মিলার সঙ্গে কথা হয়েছে। ও বলল, সামান্য আঘাত পেয়েছে। এটা সিরিয়াস কিছু না। বিপদ এড়াতে চিকিৎসক কয়েকটি পরীক্ষা দিয়েছেন। সেগুলোর রিপোর্ট পেলেই বাড়ি ফিরবেন উর্মিলা।

জানা যায়, সিটি স্ক্যান করা হয়েছে, সেটার রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে তার আঘাত কতটা গুরুতর। ১২ ঘণ্টা যাওয়ার পর বলা যাবে কবে বা কখন বাসায় ফিরতে পারবেন তিনি।

প্রসঙ্গত,চলতি বছরের মার্চেও হৃদযন্ত্রের সমস্যার কারণে দীর্ঘদিন হাসপাতালে ছিলেন অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর।

সর্বশেষ - রাজনীতি