বুধবার , ৫ জুন ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার ডিফেন্ডার ছিলেন বেনজীর: ফখরুল

প্রতিবেদক
Newsdesk
জুন ৫, ২০২৪ ৬:৪৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেনজীর ছিলেন আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার ডিফেন্ডার। তিনি বিরোধী মতকে দমনে নিষ্ঠুর নির্যাতন করেছেন।

বুধবার (৫ মে) জাতীয় প্রেসক্লাবে ওলামা দলের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যখন সাবেক পুলিশপ্রধান বেনজীরের দুর্নীতির খবর বের হচ্ছে তখন বেনজীর আওয়ামী লীগের কেউ নন ওবায়দুল কাদেরের এমন বক্তব্য গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, ভারতবর্ষে ভোটের অধিকার আছে বলেই মোদি একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি আমাদেরও নির্বাচন ব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে, যাতে সাধারণ মানুষ ভোট দিতে পারে।

বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ আলেম ওলামা এবং ধর্মপ্রাণ মানুষের উপর নির্যাতন করছে। আওয়ামী লীগ স্কুল সিলেবাসে অনেক কিছু পরিবর্তন করেছে যা আমাদের কৃষ্টির সাথে যায় না। ধর্মহীনরাষ্ট্র গড়তে চায় তারা।

এখন সংগ্রাম দেশকে মুক্ত করার ডাক, গণ আন্দোলন সৃষ্টি করে তাদের পরাজিত করতে হবে। ক্ষমতাসীনরা আবারও একদলীয় বাকশাল প্রতিষ্ঠার জন্য বিভিন্ন উপায়ে কাজ করছে।

সর্বশেষ - জাতীয়