সোমবার , ২৬ জানুয়ারি ২০২৬ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

জামায়াত কোন নীতিতে ইনসাফ প্রতিষ্ঠা করবে, প্রশ্ন চরমোনাই পীরের

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২৬, ২০২৬ ৯:৩১ অপরাহ্ণ

কুড়িগ্রাম প্রতিনিধি : 

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাই পীর) সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘‘জামায়াত নেতারা বলে, তারা ইনসাফ প্রতিষ্ঠা করবে। কিন্তু কোন নীতিতে করবে সেটা বলে না। জাতি জানতে চায়, কোন নীতি-আদর্শে আপনারা ইনসাফ প্রতিষ্ঠা করবেন?’’

তিনি বলেন, ‘‘আমরা তো ইসলামের নিয়মনীতি ও আদর্শে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। ইসলামী নিয়মনীতি ছাড়া ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব না।’’

সোমবার (২৬ জানুয়ারি) কুড়িগ্রামের রৌমারী উপজেলায় এক নির্বাচনি পথসভায় রেজাউল করিম এসব কথা বলেন। এ সময় কুড়িগ্রাম-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী অধ্যাপক হাফিজুর রহমান হাফিজসহ জেলা ও উপজেলা পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চরমোনাই পীর বলেন, ‘‘সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও সেই আশা, আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি। বরং দুর্নীতিতে বাংলাদেশ পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। যারা দেশ চালিয়েছেন, তাদের পরিচালনায় হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে; কোটি কোটি টাকা পাচার হয়ে বিদেশে বেগমপাড়া তৈরি হয়েছে।’’

তিনি বলেন, ‘‘২০২৪ সালের ৫ আগস্ট যখন দেশ নতুন করে স্বাধীন হলো, তখন দেশ গঠনের একটি সুযোগ তৈরি হয়। আমরা ঘোষণা দিয়েছিলাম, ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়ার জন্য। কিন্তু, একটি স্বার্থান্বেষী মহল ক্ষমতার লোভে আমাদের ইসলামের নামের বাক্স ছিনিয়ে নিয়ে গেছে। তারা বলা শুরু করল, প্রচলিত নিয়মেই দেশ চলবে। যদি প্রচলিত নিয়মে দেশ সুন্দরভাবে চলত, তাহলে ৫৪ বছরে হলো না কেন।’’

রেজাউল করিম বলেন, ‘‘ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে, বাংলাদেশের মানুষের স্বার্থে আমরা একত্রে পথ চলা শুরু করি। যখন সেই স্বার্থ বিলিন হয়ে গেল, তখন আমরা একা হয়ে গেলাম। কিন্তু আমরা একা নই, আমাদের সঙ্গে আল্লাহ আছেন।’’

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত