নিজস্ব প্রতিবেদক :
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তলে তলে কোনো বিপদ আঁচ করছে বলেই সরকারের মন্ত্রীরা অসত্য প্রপাগান্ডা চালাচ্ছে, তাদের কপালে এখন চিন্তার ভাঁজ। ডামি সরকারের অনর্গল মিথ্যাচার জনগণ বর্জন করেছে।
রোববার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং হচ্ছে বলে উল্লেখ করে বিএনপির এই সিনয়র নেতা বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে মানুষ প্রান্তিক পর্যায়ে পৌঁছে গেছে। অনেক ক্ষেত্রে বাসা ভাড়ার চেয়েও বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয় অনেক বেশি। ওবায়দুল কাদেররা ক্ষমতার স্বর্গে বাস করেন বলে বিদ্যুতের প্রকৃত চিত্র জানতে পারেন না। বিদ্যুতের নিচের দিকে ৫ শতাংশ বৃদ্ধি আর উপরের দিকে ৮ শতাংশ বৃদ্ধি কি চরম বৃদ্ধি নয়? অবৈধ শাসকগোষ্ঠীর এতে কোনো যায় আসে না।
তিনি আরও বলেন, জনগণের সঙ্গে নির্দয় আচরন করছে ক্ষমতাসীনরা। চোখে রঙ্গীন চশমা পড়ে রাজত্ব করছে সরকার। একদিকে লোডশেডিং অন্যদিকে বিদ্যুতের মূল্যবৃদ্ধি। বিদ্যুতের দাম বৃদ্ধিতে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত দিশেহারা।
রিজভী বলেন, আওয়ামী লীগ দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেয়ার চক্রান্ত করছে। প্রভুদের মোসাহেবি করতে বাংলাদেশের স্বাধীনতা ও নাগরিকদের অধিকার হরণ করেছে।
রিজভী আরো বলেন, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন বিএনপি নাকি ইসরাইলের দোসর এবং গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর এসব কথাবার্তা আদিযুগের গল্পের মতো। সারা দেশের মানুষ জানে, বিরোধী দল নিধনের জন্য ইসরাইল থেকে স্পাইওয়্যার কেনা হয়েছে, যা দিয়ে মোবাইল ফোনে আড়িপাতা সম্ভব। আওয়ামী লীগের ক্ষমতালাভী এরা কখনোই ন্যায়নীতি গ্রাহ্য করেনা।
ফের পেছালো অরিত্রীর ‘আত্মহত্যায় প্ররোচনা’র মামলার রায়ফের পেছালো অরিত্রীর ‘আত্মহত্যায় প্ররোচনা’র মামলার রায়
‘বিএনপি নেতারা নাকি বিদেশি প্রভুদের দ্বারে দ্বারে ঘুরছে’, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, কাদের ওবায়দুল কাদের ডিমেনশিয়াতে নয়, অ্যামনেসিয়া বা স্মৃতিভ্রংশ রোগে ভুগছেন।