ঈশ্বরদী (পাবনা ) প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা চাই বাংলাদেশ একটা দুর্নীতি মুক্ত মানবিক একটা সমাজ হোক। যেখানে কোন বৈষম্য থাকবে না, জাত-পাত, ধর্ম-গোষ্ঠী, দল নির্বিশেষে সমস্ত মানুষ যেখানে নিরাপত্তা পাবে, সম্মানের সঙ্গে বসবাস করবে। যেখানে কোন হিংসা-প্রতিহিংসা থাকবে না।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে পাবনার ঈশ্বরদীর চর- মিরকামারী গ্রামে জামায়াতকর্মী মোস্তাফিজুর রহমান কলম বিশ্বাসের কবর জিয়ারত শেষে তার পরিবারের সাথে সাক্ষাতের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, আমাদের এটা শুধু মুখের কথা না। আমরা প্রচণ্ড ধরনের একটা মজলুম দল কিন্তু বাংলাদেশ সাক্ষী, বিশ্ব সাক্ষী সাড়ে ১৫ বছর দুদণ্ড প্রতাপের পর ক্ষমতা ছেড়ে তারা যখন চলে গেছে আল্লাহর কসম আমরা কারও ওপরে কোন প্রতিশোধ নেয়নি। আমরা প্রতিশোধ নেব না এটা আমাদের অঙ্গীকার। তবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা অবশ্যই বিচার পাওয়ার অধিকার রাখে। সেক্ষেত্রে আমরা সহযোগিতা করব এটাও আমাদের অঙ্গীকার । এজন্যই আমরা বিচার চেয়েছি, সংস্কার চেয়েছি। এই লড়াইয়ে শুধু একটা দল হিসেবে আমরা পারব না। আপামর জনগণকে আমাদের প্রয়োজন। কারণ জনগণের জন্যই আমাদের কর্মসূচি।
১৯ জুলাই অনুষ্ঠেয় জাতীয় সমাবেশের কথা উল্লেখ্য করে আমিরে জামায়াত বলেন, আমি বলতে গিয়ে বলতে পারিনি। সেদিন দাড়িয়ে এটাই বলতে চেয়েছিলাম যে, আমি জামায়াতে ইসলামীর আমির হিসেবে দাড়াইনি। আমি দাঁড়িয়েছি সমাজের মজলুম মানুষের পক্ষে, এরমধ্যে ধনী-গরিব, মধ্যবিত্ত সবাই আছে। বিভিন্ন ক্ষেত্রে মানুষ মজলুম, সেই মজলুমদের পক্ষে আমি দাঁড়িয়েছিলাম কিন্তু আল্লাহর ইচ্ছায় আকস্মিক অসুস্থতার কারণে আমার মনের কথাগুলো আমি গুছিয়ে বলতে পারিনি। আগামীতে ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে বলব। এই লড়াইয়ে আমরা আপনাদের সাথে চাই, পাশে চাই। আল্লাহ্ আমাদের সবাইকে কবুল করুন দেশের মানুষের মুক্তির সংগ্রামের জন্য। আমাদের অন্য কোন ধান্দা নাই।
এর আগে, দুপুর দুইটার দিকে হেলিকপ্টার যোগে ঈশ্বরদী শহরের পৌর স্টেডিয়াম মাঠে এসে নামেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পরে নেতাকর্মীদের সাথে নিয়ে ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের চরমিরকামারী কবরস্থানে গিয়ে মৃত মোস্তাফিজুর রহমান কলম বিশ্বাসের কবর জিয়ারত করেন তিনি। পরে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে খোজ খবর নেন।সবসময় পাশে থাকে থাকার আশ্বাস দেন জামায়াত আমির। এরপর সেখান থেকে ঈশ্বরদী পৌর এলাকার আলহাজ টেক্সটাইল মিল উচ্চবিদ্যালয় মাঠে কলম বিশ্বাসের আত্মার মাগফিরাত কামনার মাহফিলে অংশ নিয়ে দোয়া মোনাজাত করেন ডা. শফিকুর রহমান।
উল্লেখ্য, গত ১৮ জুলাই রাতে ঈশ্বরদী থেকে ঢাকা জাতীয় সমাবেশে যাওয়ার পথে গাড়ির মধ্যে অসুস্থ হয়ে পড়েন জামায়াত কর্মী মোস্তাফিজুর রহমান কলম বিশ্বাস। পরে তাকে গাজীপুর চান্দুরা এলাকার স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখানেই মারা যান তিনি।