শুক্রবার , ২ মে ২০২৫ | ২০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

নির্বাচন দাবি অপরাধ, এমন অবস্থার সৃষ্টি হয়েছে: তারেক রহমান

প্রতিবেদক
Newsdesk
মে ২, ২০২৫ ৫:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন নির্বাচনের দাবি করাটা যেন অপরাধ, এমন অবস্থার সৃষ্টি হয়েছে।

বিরাজনীতিকরণকে উৎসাহিত করলে গণতন্ত্রে হুমকির মুখে পড়বে মন্তব্য করে তিনি বলেন, সরকার কেন সময়ক্ষেপণ করছে এ নিয়ে জনমনে প্রশ্নের সৃষ্টি হচ্ছে। তাই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। দলগুলোকে জনগণের মুখোমুখি করার উদ্যোগ অন্তর্বর্তী সরকারকে নিতে হবে।

শুক্রবার (২ মে) আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

পাঁচ আগস্টের পর নতুন করে রাজনীতিতে আসা ২৫টি দলকে স্বাগত জানিয়ে তিনি বলেন, আদর্শে ভিন্নতা থাকতে পারে। তবে দেশের স্বার্থে সবাই এক বলে আশা করি।

পতিত স্বৈরাচার আবারও মাথাচাড়া দিচ্ছে উল্লেখ করে তিনি প্রশ্ন রাখেন, সংবিধান লঙ্ঘনের জন্য পতিত স্বৈরাচারদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার কী পদক্ষেপ নিয়েছে?

তারেক রহমান বলেন, যদি এই সরকার ব্যবস্থা না নেয়, তাহলে পরবর্তী নির্বাচিত সরকার সংবিধান লঙ্ঘনের জন্য স্বৈরাচারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

কিতাব বা পুঁথিগত সংস্কার দিয়ে ফ্যাসিবাদ তাড়ানো করা সম্ভব নয় মন্তব্য করে তিনি বলেন, রাষ্ট্র, রাজনীতির গুনগত সংস্কারে নির্বাচিত জনপ্রতিনিধি ও সরকারের দাবি জানিয়ে আসছে বিএনপি। জবাবদিহিমূলক সরকার গঠিত হলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সুরক্ষিত থাকবে। দেশকে কেউ তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না।

ভবিষ্যতে বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার দুঃসাহস যেন কেউ না দেখায়, সেটি হোক আজ আগামী দিনের রাজনীতির বন্দোবস্ত; যোগ করে তিনি।

 

সর্বশেষ - জেলার খবর