শুক্রবার , ৭ নভেম্বর ২০২৫ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: মির্জা ফখরুল

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ৭, ২০২৫ ১১:৪৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : 

কোনো ষড়যন্ত্র বা চক্রান্তই ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি শেষে বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, র‍্যালিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে বিএনপিই বাংলাদেশে একমাত্র শক্তিশালী দল। কোনো ষড়যন্ত্র বা চক্রান্তই ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে পারবে না।

র‍্যালিতে উপস্থিত নেতাকর্মী ও জনগণের সামনে শপথ গ্রহণ করে তিনি বলেন, ‘আজকের র‍্যালির মধ্যদিয়ে আমরা শপথ নিলাম যে, ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন পর্যন্ত ধানের শীষের পক্ষে ৩১ দফা পূরণ করা হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘আজকের র‍্যালির প্রত্যয় হোক ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব। এটিই হোক একমাত্র লক্ষ্য।’

দলীয় রাজনৈতিক কর্মসূচি অব্যাহত থাকবে জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন মিটিং-মিছিল দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাব।’

মির্জা ফখরুল আরও বলেন, বিএনপিকে নিয়ে যেসব ষড়যন্ত্র করা হচ্ছে, তা সফল হবে না। তিনি বারবার তার বক্তব্যে দলের শক্তিশালী অবস্থানের কথা উল্লেখ করেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় দলের আপসহীন মনোভাব তুলে ধরেন। তিনি বিশ্বাস করেন, জনগণের এই বিশাল উপস্থিতিই সব চক্রান্তকে ব্যর্থ করে দেবে।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত